Install Windows 7,8,10 In Just 10 minutes

বিসিমিল্লাহির রাহমানির রাহিম
 আসসালামু আলাইকুম! সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য একটা জটিল টিপস শেয়ার করব, যেটা হয়তো আপনি কখনো শুনেননি বা জানেন না। তো যাইহোক আর দেরি না করে দ্রুত টিপসটি পড়ে এবং শেয়ার করে নিন।
বর্তমান বিশ্বে উইন্ডোজ ব্যবহারকারী অনেক। আর এই উইন্ডোজ আমরা সাধারণত জানি, এটা একটি কম্পিউটারের অপারেটিং সিস্টেম। এটা বিশ্বের সকল দেশে বেশ কম ব্যবহৃত হয়। একটা উইন্ডোজ ইন্সটল করতে প্রায় 40-50 মিনিট লাগে। আজ আপনাদেরকে শিখাইব 10 মিনিটে একটা উইন্ডোজ দেওয়া হয় কিভাবে। নিচের ধাপ গুলো অনুসরন করুনঃ-
Windows8

ধাপ ১ঃ- আপনার কম্পিউটারে উইন্ডোজের ফাইল কপি হওয়ার পর কম্পিউটার রিয়েস্টার্ট হওয়ার পর এই বার্তা আসবে, বার্তা আসার পরে..
Windows XP

ধাপ ২ঃ- এখন এই বার্তা আসার পরে কী-বোর্ডে Shift+10 চাপ দিবেন। চাপার পর একটা CMD বক্স আসবে। সেখানে টাইপ করুনঃ- taskmgr । এরপর Task Manager আসবে। 
ধাপ ৩ঃ- Task Manager আসার পর উপরের  Prepossess মেনুতে ক্লিক করুন। এবার এই শব্দটা খুজুন: Setup.exe 
ডানে ক্লিক করে set the Priority to Highest…. 
Windows Task Manager

 ধাপ ৪ঃ- এবার দেখুন আপনার কম্পিউটার ১০ মিনিটের মধ্যে উইন্ডোজ কমপ্লিট হয়ে গেছে।

সবাইকে মনোযোগ দিয়ে পড়ার জন্য ধন্যবাদ! আজকে এই পর্যন্ত। 
Facebok
ফেইসবুকে আমরাঃ নেটজোন-বিডি 
Previous
Next Post »