আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকের টিউটোরিয়াল হচ্ছে, কিভাবে আপনি আপনার উইন্ডোজ ৮.১ কে এক্টিভেট করবেন। আমরা অনেকে কম্পিউটারে উইন্ডোজ দিয়ে থাকি। কিন্তু এই উইন্ডোজ কিভাবে এক্টিভেট করব, তা আমরা জানি না। এতে সমস্যা হয় কি, দেখা যায় আপনার কম্পিউটার উইন্ডোজ দেওয়ার পরে আপনার এই উইন্ডোজের মেয়াদ থাকে ১ মাস। আর আপনি যখন আপনার উইন্ডোজকে এক্টিভেট করবেন, তখন আপনার উইন্ডোজের মেয়াদ হয়ে যায় আনলিমিটেড।
যাই হোক আপনাকে এই উইন্ডোজ এক্টিভেট করতে হলে কি হবে? তা দেখে নিনঃ
♦ প্রথমে আপনি ডাউনলোড বাটনে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে নিন।
♦ আপনার ফাইলটি রার ফাইল ফরম্যাটে আছে, এটাকে উইনরার দিয়ে এক্সট্রাট করে নিন।
♦ এবার ফাইলের ভিতরে থাকা একটা সেটআপ ফাইল আছে এটা সেটাপ দিয়ে দিন।
♦ বাছ হয়ে হয়ে গেল আপনার কম্পিউটারের উইন্ডোজ এক্টিভেট।
♦ ও ভালো কথা আপনার পিসিকে একবার রিয়েস্ট্রাট দিয়ে দিন।
ফাইলটি ডাউনলোড করুন এখান থেকে